বিশ্বকাপ নিয়ে যা বললেন নেইমার

 টেকভয়েস২৪ ডেস্ক :: কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র ৪৩ দিন। আসন্ন বিশ্বকাপে অন্য আসরগুলোর মতো এবারের আসরেও ফেভারিট হিসেবে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবশ্য রাশিয়া বিশ্বকাপ আসরেও হট ফেভারিট ছিল নেইমাররা।

দুর্দান্ত পারফরম্যান্স করা ব্রাজিলের অবশ্য পথচলা শেষ হয় বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে। হাইভোল্টেজ ম্যাচটিতে গোল করতে পারেননি নেইমার। এতে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যায় ব্রাজিলিয়ানদের। এতে পরের কয়েকটি বছর দুঃস্বপ্নের মতো কেটেছে নেইমারের। ইনজুরির সঙ্গে লড়াই করা এ ফরোয়ার্ড ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ ছিলেন।

তবে নেইমার এখন সেসাব হতাশা ভুলে এখন শুধু গোল করছেনই না, সতীর্থকে দিয়ে করাচ্ছেনও। খেলোয়াড় হিসেবে আরও পরিণত হওয়া নেইমার চলতি মৌসুমে পিএসজির জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল।

ব্রাজিলের হয়ে নেইমার এখন পর্যন্ত ৭৩টি গোল করেছেন। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলের ৭৫ গোলের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন মাত্র দুই গোল। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একার করে নেবেন তিনি।

তবে ব্যক্তিগত লক্ষ্য নয় নেইমার স্বপ্ন দেখছেন ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ এবং পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের।

সম্প্রতি পিএসজি টিভিকে দেয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথাগুলো বলেছেন নেইমার। ব্রাজিলিয়ার সুপারস্টার বলেন, ‘আমি মৌসুমটা ভালোভাবে শুরু করতে পেরে খুব খুশি, সেটা পিএসজিতে হোক বা ব্রাজিল জাতীয় দলের হয়েই হোক। এই বছরের লক্ষ্য হলো- উভয় দলের হয়ে শিরোপা জেতা। আমাদের সামনে একটি বিশ্বকাপ এগিয়ে আসছে এবং আমরা জানি এই প্রতিযোগিতা কতটা কঠিন। কিন্তু আমি এটা জয়ের স্বপ্ন দেখি, যেমনটা দেখি শিগগিরই পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এই ব্যাপারে আমি নিশ্চিত।’

নিজের বদলে যাওয়া সম্পর্কে ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড বলেন, ‘বলব না যে আমি নতুন নেইমার হয়ে উঠেছি। আমি মনে করি, এবার একসঙ্গে সব প্রত্যাশিত ফল মিলতে শুরু করেছে। আমি (এই) মৌসুমে খুব ভালো শুরু করেছি, যেমনটা আমি এখানে (পিএসজিতে) যোগ দেওয়ার পর প্রথম দুই বা তিন বছরে ছিল। এখন নিজেকে পরিপূর্ণ খেলোয়াড় মনে হয়। কারণ আমি ডিফেন্ড করতে পারি, আক্রমণ করতে পারি, গোল করতে পারি, অ্যাসিস্ট করতে পারি- যা ইচ্ছা তাই করতে পারি। আমার মনে হয়, আমি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ খেলোয়াড়। নিঃসন্দেহে আমি জানি, কেন অসাধারণ ডিফেন্ডার আমি নই, তবে আমি যেভাবে পারি অন্তত আমার সতীর্থদের সাহায্য করার চেষ্টা করি।’

image_printপোস্টটি প্রিন্ট করতে ক্লিক করুন...