টেকভয়েস২৪ ডেস্ক :: মৌসুমের বেশিরভাগ সময় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে জুটি দেখা যায়নি। এটা রীতিমতো হতাশায় পুড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির কর্মকর্তাদের। শেষদিকে এসে আশা জাগাচ্ছেন এই দুইজন। মোপেলিয়ের বিপক্ষে একসাথেই জ্বলে উঠেছিলেন তারা। প্যারিসের ক্লাবটিও পেয়েছে দারুণ এক জয়।
ফরাসি লিগ ওয়ানে মোপেলিয়েরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। দুইবার তিন কাঠির নিচে বল পাঠিয়েছেন মেসি। একটি করে গোল করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া এবং এমবাপ্পে। আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজি মৌসুমের শেষ ম্যাচে আগামী ২২ মে মেটজের বিপক্ষে মাঠে নামবে।
মোপেলিয়েরের মাঠ মোসন স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি। লিগে ২১ এপ্রিল অ্যাঞ্জার্সকে হারানোর পর পর্যায়ক্রমে লেন্স, স্ট্রাসবার্গ এবং ত্রয়েসের সাথে পয়েন্ট ভাগ করেছিল মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
ম্যাচের ষষ্ঠ এবং ২০তম মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। এটা পিএসজির জার্সিতে লিগে প্রথমবারের মতো মেসির জোড়া গোল। সতীর্থের দুটি গোলেই অ্যাসিস্ট করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। লিগে নিজের ২৫তম ম্যাচ শেষে বার্সেলোনার সাবেক অধিনায়কের গোল সংখ্যা দাঁড়াল ছয়ে।
মেসির দ্বিতীয় গোলের ছয় মিনিট পর স্কোরশিটে নাম তুলেন ডি মারিয়া। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলকে কাজ লাগিয়ে দারুণ এক ভলিতে ঠিকানা খুঁজে নেন ৩৪ বছর বয়সী ফুটবলার।
প্রথমার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেননি এমবাপ্পে। ৬০তম মিনিটে স্পট কিক থেকে সে আক্ষেপ দূর করেন সাবেক মোনাকো তারকা। ডি বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। বাকি সময়ে মোপেলিয়েরে জালে বল পাঠাতে পারেনি সফরকারীরা। সুযোগ পেয়ে স্বাগতিক দলও ব্যবধান কমাতে পারেনি।