হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে তিনি অভিনয় করছেন আটজন নারী চরিত্রের সঙ্গে, যাঁদের মধ্যে রয়েছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজটি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সম্প্রতি সিরিজটির একটি স্থিরচিত্র ঘুরছে অনলাইনে, যা ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।
নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’-তে সম্পূর্ণ নতুন কিছু পাবে।”
সিরিজে রুনা খানকে দেখা যাবে এক গরম মেজাজের, আত্মবিশ্বাসী নারীর চরিত্রে। তানজিকা আমিনের চরিত্রটি বাস্তব জীবনের তার বিপরীত একটি রূপ-একেবারে আলাদা বৈশিষ্ট্যে ভরপুর। মৌসুমী হামিদকে দেখা যাবে একজন নারী মৌয়াল হিসেবে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন এক চঞ্চল ও ছটফটে তরুণীর ভূমিকায়। জুই করিম ধরা দেবেন একদম নতুন আঙ্গিকে, আর ফারহানা হামিদের চরিত্রটি হবে সংযত, অনুভূতিপ্রবণ এবং নিঃশব্দ অভিজ্ঞতায় পূর্ণ। নবাগত অদিতি ও বৃষ্টিও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক অমিতাভ রেজা বলেন, “যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। অসাধারণ একটি জার্নি ছিল এটি। এখন শুধু অপেক্ষা, কখন ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছাবে হইচইয়ের দর্শকদের কাছে। আমার বিশ্বাস, কেউ হতাশ হবেন না।”
যদিও এখনো মুক্তির নির্দিষ্ট দিন-ক্ষণ ঘোষণা হয়নি, তবে সিরিজটি শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে বলে জানা গেছে।