ব্র্যাক ব্যাংকের ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা চালু 

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের প্রথম ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ করবেন।

ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং সেবা দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে এই শাখায় অনেকগুলো উদ্ভাবনী ডিজিটাল সেবা যুক্ত করা হয়েছে। এই সেবার মধ্যে আছে চেক ও কার্ডের নিরাপদ সংগ্রহের জন্য একটি সার্বক্ষণিক ডিজিটাল ডেলিভারি সিস্টেম ‘ডিজি বক্স’ এবং নির্বিঘ্নে স্থানান্তরের জন্য সহজ ডিজিটাল ফাইল শেয়ারিং সেবা। এই শাখায় বিশেষ প্রিমিয়াম লাউঞ্জ ও লকার সুবিধা আছে।

১৭ জুলাই ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান নর্থ গুলশান অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক ও শাখা নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।

মেহেরিয়ার এম হাসান বলেন, ‘দেশের প্রতিটি এলাকার গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে আমরা সারা দেশে শাখা নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছি। বড় পরিসর ও ডিজিটাল ব্যাংকিং-সক্ষম শাখা নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় গ্রাহকদের জন্য সর্বাধুনিক ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস ও ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সমৃদ্ধ ব্যাংক।

image

আপনার মতামত দিন