এডটেক শিখোর নতুন বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিক্ষার ভিত্তিকে আরও দৃঢ় করবে

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে নতুন বিনিয়োগ পেলো বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’। নতুন এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিক্ষার ভিত্তিকে আরও দৃঢ় করার লক্ষ্যে ব্যবহৃত হবে বলে জানা গেছে।  

এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে নতুন বিনিয়োগ পেলো বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’। নতুন এই বিনোয়াগ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিক্ষার ভিত্তিকে আরও দৃঢ় করার লক্ষ্যে ব্যবহৃত হবে বলে জানা গেছে।

বুধবার রাজাধানীর  আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের বোর্ড চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরীর কাছ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী।

স্টার্ট আপ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগকারী ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেথ হাসান, কাজী জাহিন শাহপর হাসানের কাছ থেকে প্রতিশ্রুত বিনিয়োগের ফলে শিখো’র মোট বিনিয়োগ ছাড়িয়ে গেলো ৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই যাত্রায় কত বিনিয়োগ হয়েছে তা প্রকাশ করা হয়নি।

অনুষ্ঠানে জানানো হয়, শিখো ইতোমধ্যে বাংলা ভাষায় তৈরি এআই-চালিত, কারিকুলামভিত্তিক কনটেন্ট এবং মোবাইল-ফার্স্ট লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  

নতুন বিনিয়োগ নিয়ে শিখোর সিইও শাহির চৌধুরী বলেন, “সরকারের সমর্থন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এআই প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার রূপান্তরে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাই।”

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “শিখোর কার্যক্রম আমাদের ডিজিটাল শিক্ষা কৌশলের সঙ্গে সুসংগত। দেশীয় উদ্ভাবকদের পাশে থেকে আমরা ভবিষ্যতের শিক্ষায় বিনিয়োগ করছি।এই বিনিয়োগের মাধ্যমে দেশের শহর ও গ্রামীণ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত এবং আধুনিক শিক্ষার প্রসারে শিখোর উদ্যোগগুলো আরও ত্বরান্বিত হবে।”

এর আগে ২০২৩ সালের মার্চে বিশ্বজুড়ে স্বীকৃত তিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান-গুড ওয়াটার, স্ট্রুজেন ক্যাপিটাল ও ব্ল্যাক কাইট ক্যাপিটাল এবং বাংলাদেশের সমাজসেবামূলক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের কাছ থেকে ৯ কোটি ৬০ লাখ টাকার নতুন বিনিয়োগ পেয়েছিলো শিখো ডটকম। 
image

আপনার মতামত দিন