আইফোনের ফিচার যোগ হচ্ছে নাথিং ফোনে

টেকভয়েস২৪ ডেস্ক:: অ্যাপলের আইফোনের অন্যতম একটি জুরী ফিচার হলো আইমেসেজ। এটিও একটি এক্সক্লুসিভ ফিচার, যা কেবলমাত্র অ্যাপল ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ। এবার কোনও অ্যান্ড্রয়েড ফোনেও আসতে চলেছে এই আইমেসেজ ফিচারটি।

নাথিং ফোনে আইমেসেজ যুক্ত করার ঘোষণা দিয়ে নাথিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল পেই একটি ভিডিও বার্তায় টিম কুকের কাছে ক্ষমাও চেয়েছেন।

কার্ল পেই জানান, শিগগিরই নার্থিং ফোন (২) ব্যবহারকারীদের জন্য আইমেসেজ ফিচারটি উন্মুক্ত করা হবে।

ফিচারটি এখন বেটা পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই এই ফিচার ব্যবহারকারীদের ফোনে পৌঁছে যাবে। এমনই পরিস্থিতিতে গুগল ও অন্যান্য বড় অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো অ্যাপলকে আরসিএস মেসেজিং প্রোটোকল ব্যবহারের অনুরোধ জানিয়েছে। যার মাধ্যমে, দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমের ফোনের মধ্যে কমিউনিকেশন আরও মসৃণ হবে। যদি অ্যাপল তার এক্সক্লুসিভিটি বজায় রাখতে চায়!

image_printপোস্টটি প্রিন্ট করতে ক্লিক করুন...