টেকভয়েস২৪ ডেস্ক:: নতুন ফোন আনল চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো। মডেল অপো এ২। এটি একটি সাশ্রয়ী দামের ফোন। অপোর নতুন এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির এলটিপিএস এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ডিসপ্লে ৬৮০ নিটস পিক ব্রাইটনেস দিতে পারে।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরের সাহায্যে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
১২ জিবি র্যাম ৫১২ জিবি স্টোরেজে ফোনটি কেনা যাবে। ব্যাকআপের জন্য ফোনটিতে অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চীনের বাজারে হ্যান্ডসেটটির দাম ১৬৯৯ ইয়েন।