হ্যাকিংয়ের ঝুঁকিতে ১৮০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট, জিমিনিকে ব্যবহার করছে হ্যাকার

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

আজকের দিনে অফিসিয়াল হোক বা ব্যক্তিগত-প্রতিদিন অসংখ্য কাজে আমরা মেইল ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপের তুলনায় অনেকেই মেইলকে নিরাপদ মাধ্যম হিসেবে মনে করেন। কিন্তু সাম্প্রতিক এক সতর্কবার্তায় গুগল জানাচ্ছে, জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক ভয়াবহ সাইবার হুমকি তৈরি হয়েছে-যেটি সরাসরি জড়িত গুগলের নিজের এআই চ্যাটবট জিমিনির সঙ্গে।

জিমিনিকে 'বোকা' বানিয়ে কীভাবে চলছে হ্যাকিং?
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা এখন জিমিনিকে ব্যবহার করেই ইউজারদের বিভ্রান্ত করছে। কীভাবে? তারা মেইলের ভেতর গোপনে এমন বার্তা বসাচ্ছে, যেটি জিমিনি স্বাভাবিকভাবে ‘সামারাইজ’ করতে গিয়ে পড়ে ফেলে-এবং ব্যবহারকারীকে তা সরলভাবে দেখায়।

গোপন বার্তা পাঠানোর কৌশল
>> হ্যাকাররা প্রথমে একটি জরুরি বা ব্যবসায়িক সুরে লেখা ই-মেইল পাঠায়।

>> এর মধ্যে একটি 'ইনভিজিবল ইনস্ট্রাকশন' ঢুকিয়ে দেয়-যেটির ফন্ট সাইজ ‘০’ এবং টেক্সটের রং সাদা, যাতে সেটা মানুষ না পড়ে ফেললেও জিমিনি পড়ে ফেলে।

>> জিমিনি যখন ই-মেইল সামারাইজ করে, তখন হ্যাকারদের গোপন নির্দেশনা অনুযায়ী ভুয়া তথ্য, এমনকি ভুয়া 'গুগল সাপোর্ট নম্বর' পর্যন্ত মেইলে ঢুকে যায়।

>> ব্যবহারকারী যদি সেই নম্বরে ফোন করেন বা কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করেন-তাহলেই ঘটে বিপদ।

১৮০ কোটি অ্যাকাউন্ট ঝুঁকিতে
গুগলের ভাষায়, বিশ্বের প্রায় ১৮০ কোটি জি-মেইল ব্যবহারকারী এই 'লুকানো বিপদ'-এর শিকার হতে পারেন। কারণ, হ্যাকারদের এই কৌশল খুব সূক্ষ্ম ও আধুনিক, যা সহজে ধরা পড়ে না। আর যেহেতু জিমিনি নিজেই ভুলভাবে তথ্য সামারি করছে, তাই ব্যবহারকারীরা তা যাচাই না করে বিশ্বাস করছেন।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
এই পরিস্থিতিতে আপনি নিচের বিষয়গুলো মেনে চললে হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন:

>>  কোনো ই-মেইল সামারিতে যদি “urgent security warning” বা “reset password” জাতীয় বার্তা আসে-চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। 
>> গুগল কখনো জিমিনির মাধ্যমে আপনাকে পাসওয়ার্ড বদলাতে বলবে না। 
>>  সামারির ওপর পুরোপুরি নির্ভর না করে সন্দেহজনক মনে হলে ই-মেইলটি নিজেই পুরো পড়ে নিন। 
>>  “গুগল সাপোর্ট” নামে দেওয়া কোনো ফোন নম্বরে ফোন করার আগে তার সত্যতা যাচাই করুন।

এআই আমাদের জীবনে গতি এনেছে, কিন্তু এআই ব্যবহার করে যদি হ্যাকাররা আমাদের বিপদে ফেলে-তাহলে আমাদেরই হতে হবে বেশি সচেতন। গুগল জিমিনির ভুল ব্যবহার ঠেকাতে আপডেট আনলেও, ব্যক্তি ব্যবহারকারীর সচেতনতাই এখানে সবচেয়ে বড় প্রতিরক্ষা। সাইবার হুমকির এ যুগে প্রযুক্তিকে কেবল সুবিধার জন্য নয়, সচেতনতার সঙ্গে ব্যবহার করাটাও জরুরি। সূত্র: ডেইলি মেইল

image

আপনার মতামত দিন