রোবট যখন ফুটবল খেলোয়াড় 

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিজ্ঞান কল্পকাহিনি নয়, বাস্তবেই ঘটেছে ঘটনা। বেইজিংয়ের এক ফুটবল মাঠে সম্প্রতি মুখোমুখি হয়েছে এমন কিছু খেলোয়াড়, যাঁরা রক্ত-মাংসের মানুষ নন, তারা হিউম্যানয়েড রোবট। এদের প্রত্যেকের ভেতরে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, চলাফেরা করছে, আবার কখনো হোঁচট খাচ্ছে। প্রযুক্তির সঙ্গে খেলাধুলার এমন এক মিশেল আগে দেখা যায়নি-এ যেন ভবিষ্যতের এক ঝলক।

 প্রযুক্তির জাদু মাঠে
এই অভিনব ম্যাচ আয়োজন করেছে রোবোটিকস প্রতিষ্ঠান বুস্টার রোবোটিকস। তাদের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে, যা ছিল কৃত্রিম উপাদানে তৈরি বিশেষ এক মাঠ। আর সব রোবটেই ছিল নিজস্ব AI অ্যালগরিদম, যার মাধ্যমে তারা চারপাশ বুঝে সিদ্ধান্ত নেয়, বলের দিক ঠিক করে, এমনকি প্রতিপক্ষের কৌশল বুঝে সাড়া দেয়।

তবে এখনো রোবটরা ‘মেসি’ হওয়ার পথেই আছে, মেসি হয়ে ওঠেনি। ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক রোবটই বল মারতে গিয়ে হোঁচট খেয়েছে, কেউ কেউ পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারেনি, এমনকি একজনকে তো স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

রোবটদের 'বিশ্বকাপ' কারা জিতল?
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস টিম। সবার নিজস্ব রোবট এবং অ্যালগরিদম ছিল। উত্তেজনাপূর্ণ ফাইনালে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের THU রোবোটিকস দল হারিয়ে দেয় চায়না এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন সি দলকে।

নির্মাতাদের চোখে ভবিষ্যৎ
বুস্টার রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও চেং হাও বলেন, ‘খেলার মাধ্যমে হিউম্যানয়েড রোবটগুলোর সক্ষমতা পরীক্ষা করা যায়। ভবিষ্যতে মানুষ ও রোবট একসঙ্গে খেলতে পারে-এটাই আমাদের লক্ষ্য। তবে এখনও রোবটদের অনেক কিছু শেখার আছে।’

বাস্তবতা ও ভবিষ্যতের দ্বন্দ্ব
অনেকে বিশ্বাস করেন, ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনের বড় অংশ রোবট দ্বারা চালিত হবে। কিন্তু এই ম্যাচ প্রমাণ করল, AI-driven রোবটরা এখনো পুরোপুরি মানুষের বিকল্প হতে পারেনি-বিশেষ করে মাঠের খেলায়। তবে এটিই তো নতুন যুগের শুরু। আজকে যারা বল কিক করতে গিয়ে পড়ে যাচ্ছে, আগামীকাল হয়তো তারাই বিশ্বকাপের রোবট সংস্করণে গোল উদ্‌যাপন করবে। সূত্র: দ্য গার্ডিয়ান

 

image

আপনার মতামত দিন