বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র গবেষণাগার কিংবা বিজ্ঞানীদের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং প্রতিদিনের জীবনের নানা ক্ষেত্রে একে দেখা যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানেও। ঠিক এমন সময়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন প্রযুক্তিপ্রেমীদের জন্য নিয়ে এসেছেন একটি সময়োপযোগী ও সহজবোধ্য বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’।
প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি প্রযুক্তি নয়, বরং একটি বুদ্ধিবৃত্তিক বিপ্লব, যা মানব সমাজের চিন্তা, কাজ ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে, এআই-কে জানা, বোঝা এবং প্রয়োগ করা একাডেমিক ও পেশাগত উভয় ক্ষেত্রে একান্ত প্রয়োজন হয়ে উঠেছে। নতুনদের কথা মাথায় রেখে এবং এআই ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনকে সহজ করা যায় এই বষয়টাকে প্রাধান্য দিয়ে ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’ বইটি তৈরি করা হয়েছে।
এই বইটি লেখার উদ্দেশ্য পাঠককে একটি সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপিত এআই জ্ঞানের ভাণ্ডার প্রদান করা, যা একাডেমিক,পেশাগত ও গবেষণার জন্য উপযোগী। যারা এআই নিয়ে জানতে আগ্রহী এবং এআই দিয়ে বিভিন্ন কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এই বইটি খুবই কার্যকরি হবে বলে বিশ্বাস লেখকের। এই বইটি শুধুমাত্র প্রযুক্তি আগ্রহীদের জন্যই নয়, বরং স্কুল-কলেজের শিক্ষক, গবেষক এবং এমনকি সরকারি ও প্রাইভেট সেক্টরের নীতিনির্ধারকদের জন্যও গুরুত্বপূর্ণ। বইটি এআই-এর জটিল বিষয়গুলো সহজ বাংলায় ব্যাখ্যা করা, যার ফলে নবীন পাঠকরাও বিষয়টি বুঝতে সক্ষম হন।
আরিফ মঈনুদ্দীন একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ডিকোডস ল্যাব লিমিটেডে। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ ও সেমিনার পরিচালনা করেছেন এবং দেশের লিড টিভি মিডিয়াগুলোতে সচেতনতামূলক সাক্ষাতকার প্রদান করে চলছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন গবেষণা করে যাচ্ছেন। তিনি সাইবার অপরাধের ভুক্তভোগিদের পরামর্শও দিয়ে থাকেন। ইতিপূর্বে সাইবার নিরাপত্তা বিষয়ে উনার আরো কিছু বই বাজারে রয়েছে, সেগুলো হল- সাইবার হ্যাকিং এন্ড ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক এন্ড ইনভেস্টিগেশন ও সাইবার অপরাধনামা। বই গুলো পাবলিশার্স- অদম্য প্রকাশ থেকে বের হয়েছে।
আরিফ মঈনুদ্দীন জানিয়েছেন, আপনি যদি এআই নিয়ে জানতে আগ্রহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে আপনার জন্য ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’ বইটি হতে পারে ভালো মাধ্যম। এই বইয়ে এআই-এর মূল ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে, যাতে আপনি খুব সহজেই বুঝতে ও শিখতে পারেন। প্রযুক্তি শেখা এখন শুধু প্রয়োজন নয়-বরং সময়ের দাবি। আর এই দাবির জায়গা থেকেই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’ হয়ে উঠতে পারে আপনার প্রযুক্তিগত সহচর।
তিনি বলেন, বইটিতে রয়েছে , এআই কী, কেন এবং কীভাবে কাজ করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং এর ব্যবহার চ্যাটজিপিটির এ টু জেট ব্যবহার, ৫০+ এআই টুলসের ব্যবহার, ২০০+ প্রম্পটের ব্যবহার, এআই দিয়ে আডিও, ভিডিও, ইমেজ তৈরি, এআই দিয়ে প্রেজেন্টেশান, ওয়েবসাইট তৈরি, ভবিষ্যৎ এআই থ্রেটস, সহজ ভাষায় জটিল বিষয় ব্যাখ্যা, হাতে-কলমে বেসিক থেকে শেখার গাইড, যাদের প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে আগ্রহ আছে, এই বইটি হতে পারে তাদের জ্ঞানার্জনের প্রথম ধাপ।
বইটি রকমারি অনলাইনে পাওয়া যাচ্ছে। আগ্রহীকে বইটি অর্ডার করতে যেতে হবে এই লিংকে। অদম্য প্রকাশ থেকে নিতে যেতে হবে এই ঠিকানায়। লেখক সম্পর্কে এবং উনার আরো বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করতে হবে এই লিংকে।