বিপাশা দাশ
অনলাইন জগতে যে পড়াশোনা হয় এ বিষয়টি যেন আরো অনেক বেশি সহজ করে তুলেছে এই একটা প্লাটফর্ম। সময়ের হাত ধরে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী নিজের ক্যারিয়ারের ভিত শক্ত করছে। সেই সাথে এগিয়ে নিচ্ছে নিজের জীবনেকে।
এখানে শেখায় না এমন কিছু যেন বাকি নেই। এই স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়াশোনা শেখানো হয় ঠিক তেমনভাবে এখানেও শেখানো হয় পড়াশোনা। আমরা অনেক সময় পড়াশোনার অনেক বিষয় বুঝতে পারি না হয়তো বা জড়তার জন্য কারো কাছে জানতেও পারিনা। কিন্তু এই পাঠশালার পড়াশোনা এত বেশি সহজ যে কোন একটা বিষয়, যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেটা নিয়ে সার্চ দিয়ে রীতিমত আপনি হাজারটা লেখা খুঁজে বের করতে পারবেন।

পড়াশোনার কোনো শেষ নেই। আর পৃথিবীর যত সহজ মাধ্যম রয়েছে পড়াশোনার সবকিছুই যেন রয়েছে এই প্লাটফর্মে। পড়াশোনাকে যত সহজভাবে তুলে ধরা যায় বা যত সহজভাবে শেখানো যায় তার সবকিছুই যেন এই প্ল্যাটফর্ম করে থাকে। এমনকি যারা পড়াশোনাকে ভয় করে তারাও তাদের এই ভয়টা জয় করতে পারে এই প্লাটফর্মে এসে। আর যারা পড়াশোনা করার সুযোগ পায় না তারাও প্ল্যাটফর্মের হাত ধরে পড়াশোনা করতে পারে।
>> এই লেখকের আরো লেখা পড়ুন : স্বপ্নবাজ উদ্যোক্তা সাফিনা তিশুর জীবন সংগ্রাম
আমরা কত কিছু গুগলে সার্চ করি, গুগলেও অনেক বিষয় নিয়ে সার্চ করলে গুগোল সাজেস্ট করে এই গ্রুপের পোস্টগুলোকে। বলছি আর কিছু নয়, পড়াশোনা শেখার সবথেকে বড় প্ল্যাটফর্ম ‘ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ’ (ডিএসবি) গ্রুপের কথা।
পড়াশোনা শিখার সবথেকে বড় প্ল্যাটফর্ম ডিএসবির আজ জন্মদিন। ২০১৮ সালের আজকের দিনে মানে ২৩ জানুয়ারি শুরু হয়েছিল এই প্লাটফর্ম এর আনুষ্ঠানিক কার্যক্রম।
>> এই লেখকের আরো লেখা পড়ুন : উদ্যোক্তা রোকেয়া আক্তারের লাখোপতি হওয়ার পেছনের কথা
তিন বছর, প্রায় তিন বছর ধরে প্লাটফর্মটি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত সবার জন্য, সবাইকে শেখানোর জন্য। তাই আজকের এই জন্মদিনে প্রিয় প্লাটফর্মটিকে অনেক অনেক শুভেচ্ছা।
লেখক : নারী উদ্যোক্তা, ফাউন্ডার ও স্বত্বাধিকারী, অনলাইন প্লাটফর্ম ‘রমনীয়’।