তরুণদের স্বপ্ন পূরণের বই উদ্যোক্তাপিডিয়া

টেকভয়েস২৪ রিপোর্ট::  মোহাম্মদ ইকরাম একজন সফল ফ্রিল্যান্সার। দেশের ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের গঠনমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘ দিন ধরে। দেশে এবং বিদেশের বিভিন্ন অনলাইনভিত্তিক উদ্যোগের সাথে ১২ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি।

দেশে সরকারের অধীনে পরিচালিত বিভিন্ন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংভিত্তিক ট্রেনিং প্রোগ্রামের সাথে যুক্ত থাকার কারণে তরুণ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের সীমাবদ্ধতা, সমস্যাগুলো সম্পর্কে জেনেছেন। সে সমস্যাগুলো কী করলে সমাধান করা যায়, নিজের অভিজ্ঞতার আলোকে এসব বিষয় নিয়ে একটি গাইডলাইনমূলক বই লিখেছেন।

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক এই বইটি প্রকাশ করা হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির নাম “উদ্যোক্তাপিডিয়া, স্বপ্ন পূরণে সিড়ি”। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী।

মোহাম্মদ ইকরাম বলেন, এদেশে উদ্যোক্তা হওয়ার ধারাটা ৫-৭ বছর ধরে শুরু হলেও করোনা পরিস্থিতির পর আগের চাইতে কয়েকগুন বেশি মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। যখন প্রচুর মানুষ উদ্যোক্তা হওয়ার দৌড়ে শামিল হওয়া শুরু করছেন, স্বাভাবিকভাবে তখন এ প্রতিযোগিতায় টিকে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। প্রতিযোগিতাতে টিকে থেকে সফল ও বড় উদ্যোক্তা হতে চাইলে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই।

বইটি সম্পর্কে লেখক বলেন, ফেসবুক যতটা না সোশ্যাল মিডিয়া, ঠিক ততটাই মার্কেটপ্লেস। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই লক্ষ টাকার ব্যবসা থেকে শুরু করে, লক্ষ টাকার ফ্রিল্যান্সিংয়ে আয় করা সম্ভব। চাই সঠিক গাইডলাইন। আর সেটাই আমার অভিজ্ঞতার আলোকে এ বইটাতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, তরুণ উদ্যোক্তাদের বইটি সহয়াক হিসেবে কাজে লাগবে।

বিজনেস আইডিয়া, প্রোডাক্ট সোর্সিং, ব্র্যান্ডিং-মার্কেটিং সম্পর্কে গাইডলাইন, ব্যাংক লোন, সেল বৃদ্ধির বিশেষ কাযকরী টিপসসহ আরও অনেকগুলো বিষয়ের ওপর সহজ ও সাবলিলভাবে বিস্তারিত তথ্য জ্ঞান পিপাসু পাঠক বইটি পড়ে জানতে পারবে।

এর আগেও লেখকের লেখা অনলাইন মার্কেটিং, ফ্রিল্যান্সিং-বিষয়ক আরও ৪টি বই সংশ্লিষ্ট পাঠক শ্রেণির মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছিলো।

বইটি অমর একুশে বইমেলাতে পাওয়া যাচ্ছে ২১ নং প্যাভিলিয়নে তাম্রলিপি প্রকাশনীতে। তাছাড়া বিভিন্ন অনলাইনভিত্তিক বই বিপনন প্রতিষ্ঠান থেকেও ঘরে বসে অর্ডার করে বইটি সংগ্রহ করা সম্ভব হবে।

image_printপোস্টটি প্রিন্ট করতে ক্লিক করুন...