টেকভয়েস২৪ রিপোর্ট:: রাত যতই গভীর হোক না কেন, বা আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, ২৪ ঘন্টা আপনাকে স্বাস্থ্যসেবা দিবে মেডিকো। আধুনিক বিশ্বে ৩৬০° স্বাস্থ্যসেবা, সর্বাধিক জনপ্রিয় স্বাস্থ্যসেবা মডেল। এই প্রথম দেশে জৃনপ্রিয় এই মডেলটি নিয়ে এলো “মেডিকো বায়ো লিমিটেড”।
প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা, হাতের মুঠোয় আনতেই গত বৃহস্পতিবার থেকে সেবাটি সারাদেশে শুরু করেছে মেডিকো।
বাংলাদেশের প্রথম ৩৬০° স্বাস্থ্যসেবার আওতায় মেডিকো অ্যাপটিতে থাকছে
* ২৪ ঘণ্টা অনলাইনে, রোগের ধরন অনুযায়ী স্পেশালাইজড ডাক্তারের সাথে অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞডাক্তারের সেবা ।
*প্যাথলজি টেস্টের ক্ষেত্রে ঘরে বসেই দিন টেস্ট স্যাম্পল, রিপোর্টও পাবেন হোম ডেলিভারি।
* ২৪/৭, ঔষধ হোম ডেলিভারি সুবিধা। এছাড়া ফার্স্ট এইড বক্স সহ অন্যান্য কোয়ালিটি হেলথ কেয়ার টুলসের অনলাইনডেলিভারি।
* বাই রোড এ্যম্বুলেন্স ও এয়ার এ্যম্বুলেন্স সার্ভিস। এমনকি রোগীর প্রয়োজনে, নার্সিং ও ফিজিওথেরাপির হোম সার্ভিস।
* উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমনের সকল সুযোগ সুবিধা।
* হেলথ ইন্স্যুরেন্স, দেশজুড়ে ডায়াগনস্টিক টেস্ট ও ফার্মেসী পার্টনার আউটলেটে বিশেষ ডিকাউন্ট এবং সুলভ মূল্যে হেলথপ্যাকেজ সুবিধা।
মেডিকো বায়ো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা নাজমুল আলম নোমান জানান, স্বাস্থ্যসেবার সহজ সমাধান দিতেই আমাদের এই মেডিকো। ২৪ ঘন্টা অডিও ও ভিডিও কলে ডাক্তারদের পরামর্শসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা মেডিকো অ্যাপটি বাজারে এনেছি। আগামী মাসের ৫ তারিখ পযন্ত সকল ধরনের ডাক্তারি পরামর্শ ফ্রি। এর জন্য কোন চার্জ দেওয়া লাগবে না। দেশের যে কোন প্রান্ত থেকে, যে কোন সময়েই এই সেবা পাওয়া যাবে।
বিস্তারিত জানতে যেতে হবে এই ঠিকানায় অথবা গুগল প্লে-স্টোর থেকে সহজেই অ্যাপটি ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে। তাছাড়া ফ্রি কল করেও সকল প্রকার সেবা পাবেন এই +৮৮০২ ২২২ ২৪১ ৮৬৬ নম্বরে।