টেকভয়েস২৪ রিপোর্ট:: দেশের ৪-১২ বছর বয়সী বাচ্চাদের উড়োজাহাজ বা এরোপ্লেন টেকনোলজির প্রতি উৎসাহিত করতে রাজধানীতে ‘এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ’ নামের এক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
দেশে প্রথমবারের মতো ২৭ আগস্ট বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে ৬০ জন বাচ্চা ১০টি এরোপ্লেন বানাবে। প্রতিযোগিতাটি তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হবে। ৪-৬ বছর বয়সী বাচ্চাদের খুবই সাধারণ এরোপ্লেন বানাতে দেয়া হবে। ৭-৯ বছর বয়সী বাচ্চাদের দেয়া হবে এর চেয়ে আরেকটু উন্নত টেকনোলজির। ১০-১২ বছর বয়সী বাচ্চাদের দেয়া হবে মোটামুটি ভাবে উড়তে পারে এমন এরোপ্লেন বানাতে। সবাইকে টিম করে দেয়া হবে। টিমভিত্তিক ভাবে সবাই মিলে এরোপ্লেন বানিয়ে আকাশে উড়াবে।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বিবার্তাকে বলেন, ‘এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ’ প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে বাচ্চাদের এরোপ্লেন বিষয়ে হাতে-কলমে প্রাথমিক কিছু ধারণা দিতে। এখানে বাচ্চাদের যে এরোপ্লেন বানাতেই হবে এটা আয়োজনের মূল বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা এরোপ্লেন বানানোর টেকনোলজি, অ্যারোনটিক্যাল নিজিসগুলি বুঝবে। ম্যাথমেটিকেল ক্যালকুলেশনগুলি বুঝবে। একটা এরোপ্লেন হাওয়ায় কীভাবে ভেসে থাকবে, কী করে এটা সম্ভব। এখানে কোন ধরনের সায়েন্টিফিক এলগরিদম আছে, কোন ধরনের ম্যাথমেটিকেল টার্ম আছে, এরোডায়নামিক জিনিসটা কী, এরোপ্লেনের ইঞ্জিন কীভাবে কাজ করে, এসব বিষয়গুলি বাচ্চারা যাতে শিখতে পারে সেজন্য এই আয়োজন।
আগ্রহীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে এই লিংকে।