মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে ১৩ জনের চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

টেকভয়েস২৪ ডেস্ক :: মোট ১০ পদে ১৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের করা যাবে আগামী ১৪ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেনোগ্রাফার (পিএ) পদে একজন, সিকিউরিটি হাবিলদার একজন, স্টোর কিপার একজন, লাইব্রেরি অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট একজন, টেকনিশিয়ান-২ পদে একজন, ড্রাইভার তিনজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, স্কিল্ড ওয়ার্কার/ল্যাবরেটরি এটেনডেন্ট একজন, অফিস সহায়ক পদে একজন এবং নিরাপত্তা প্রহরী পদে নেওয়া হবে দুইজন।

image_printপোস্টটি প্রিন্ট করতে ক্লিক করুন...