মাইক্রো-ক্রেডেনশিয়াল ডে-২০২৫ পালন করল ডিআইইউ

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

"মাইক্রো-ক্রেডেনশিয়ালের মাধ্যমে ভবিষ্যতের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল একাডেমির উদ্যোগে ও  বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের  সহযোগিতায় ১৯ জুলাই শেনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলন হলে উদযাপিত হলো ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল দিবস ২০২৫। 

অনুষ্ঠানে শিল্প বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিং স্থাপন, ক্যারিয়ার কাউন্সেলিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স অন্বেষণ, শিল্প-একাডেমিক সহযোগিতা এবং সুযোগ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ারের সম্ভাবনা এবং একাডেমিক যাত্রা বৃদ্ধির একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। 

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নির্বাহী মহাপরিচালক রিয়াজুল লতিফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়ালস ডে ২০২৫ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিড মার্কেটিং কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ডক্টর মোস্তাফা সাজ্জাদ হাসান, এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহাবুব উল হক মজুমদার, ডিআইইউর কৌশল ও উদ্ভাবনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর গিয়াস ইউ আহসান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর বিমল চন্দ্র দাস, হেলথ ও জীবন বিজ্ঞান অনুষদের  ডিন অধ্যাপক ডক্টর মো. বেল্লাল হোসেন।কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের প্রথিতযশা ১০০+ শিল্প বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে, শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ, ইন্টার্নশিপ, পরামর্শদাতা এবং চাকরির সুযোগের জন্য মূল্যবান সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত এবং ক্যারিয়ারের লক্ষ্যগুলিকে বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ ও নির্দেশনা পায়।

এছাড়াও ফ্যাশন ডিজাইনার, ডেটা বিশ্লেষক এবং আরও অনেক কিছুর জন্য চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা শিল্প-প্রাসঙ্গিক মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের বিস্তৃত পরিসর সম্পর্কে জানতে পারে। ডিআইইউর মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রোগ্রামগুলি কীভাবে একাডেমিক শিক্ষাকে ব্যবহারিক শিল্পের চাহিদার সাথে সংযুক্ত করে এবং শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক প্রান্তের জন্য প্রস্তুত করে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ তৈরী  করেছে।

image

আপনার মতামত দিন