ব্র্যাক ব্যাংক থেকে গ্রাহকের এনআইডি ডেটাবেজের কোন তথ্য বাইরে যায়নি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ব্যাংকের সিস্টেমের মাধ্যমে এনআইডি ডেটাবেজের কোন তথ্য বাইরে (লিক) যায়নি দাবি করে গ্রাহকদের সব ধরনের তথ্য সুরক্ষিত আছে এবং প্রতিরোধ ব্যবস্থাও স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বুধবার নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ডেটা লিকের দায়ে আনসার-ভিডিপি ও ব্র্যাকের জন্য এনআইডি থেকে তথ্যযাচাই সেবা বন্ধ রাখার খবরের পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন) ইকরাম কবীর।

এ নিয়ে ব্যাংকের পক্ষ থেকে দেয়া লিখিত বক্তব্যে তিনি বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘এনআইডি যাচাইয়ের সুযোগ সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শীর্ষক সংবাদের প্রতি ব্র্যাক ব্যাংকের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। নির্বাচন কমিশনের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, ব্যাংকের মাধ্যমে এনআইডি ডেটাবেজের তথ্য হ্যাক করার অ্যাটেম্পট (চেষ্টা) হয়েছে। প্রকৃতপক্ষে, ব্র্যাক ব্যাংক সবাইকে আশ্বস্ত করছে যে, আমাদের প্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিকভাবেই কাজ করেছে এবং ব্যাংকের সিস্টেমের মাধ্যমে এনআইডি ডেটাবেজের কোন তথ্য বাইরে (লিক) যায়নি।

এতে আরও বলা হয়, ব্র্যাক ব্যাংকের টেকনোলজি অবকাঠামো অত্যন্ত মজবুত ও দুর্ভেদ্য, যা যেকোনো হ্যাকিংয়ের চেষ্টা প্রতিরোধে সক্ষম। টেকনোলজি অবকাঠামো একটি দক্ষ ও পেশাদার টিমের সার্বক্ষণিক নজরদারিতে থাকে। নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংক তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। ব্যাংক দায়ী বা দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ শুরু করেছে।

ব্র্যাক ব্যাংক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, যাতে খুব দ্রুত এনআইডি সার্ভারের অ্যাক্সেস পুনরায় চালু করা হয়।
image

আপনার মতামত দিন