দেশের বাজারে যুক্ত হলো আরো একটি নতুন ফোন অনার এক্স৮সি স্মার্টফোন। স্মার্টফোনটির সামনের ক্যামেরায় রয়েছে এআই-পাওয়ারড ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটোগ্রাফি রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
নির্মাতারা বলছে, আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটি পানি এবং ধুলা প্রতিরোধক। ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে।
৬.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সবুজ, সাদা ও কালো রঙে পাওয়া যাবে ফোনটি।
স্মার্টফোনটির উন্মোচন নিয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “যারা দুর্দান্ত ক্যামেরা ও বিশাল স্টোরেজের টেকসই ফোন ব্যবহার করতে চান, এমন সব তরুণদের জন্যই আমরা নিয়ে এসেছি অনার এক্স৮সি। এ স্মার্টফোনটির মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই, যেন তারা পরস্পরের সাথে সংযুক্ত থেকে সুন্দর স্মৃতিগুলোকে ধারণ করতে পারে এবং জীবনের যাত্রায় এগিয়ে যেতে পারে।”