গিগাবাইটের নতুন মাদারবোর্ডে থাকছে ৬৪ মেগাবাইটের বায়োস চিপ

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গিগাবাইট আবারও চমক দেখিয়েছে প্রযুক্তিপ্রেমীদের। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে X870 AORUS Stealth ICE নামের নতুন একটি মাদারবোর্ড, যাতে ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাবাইটের বিশাল BIOS চিপ। সাধারণত এই চিপের আকার ১৬ মেগাবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকে, বিশেষ করে আগের AM4 মাদারবোর্ডগুলোতে।

এই বড় BIOS চিপের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো-এতে Wi-Fi ড্রাইভার আগে থেকেই সংরক্ষিত থাকে। ফলে নতুন কম্পিউটার চালু করার সময় ড্রাইভার খোঁজার ঝামেলা থেকে রেহাই মেলে। এটি শুধু সময় বাঁচায় না, বরং নতুন ব্যবহারকারীদের অভিজ্ঞতাও আরও মসৃণ করে তোলে।

এই চিপের কারণে এখন উইন্ডোজ ১১ সেটআপ দেওয়া সহজ হয়ে যাবে। কারণ উইন্ডোজ ১১ সেটআপ দেওয়ার সময় এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতেই হয়। অথচ ইন্টারনেট কানেকশন ছাড়া অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে মাদারবোর্ডে ড্রাইভার থাকায় ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হয় না।

গিগাবাইট শুধু ওয়াই-ফাই ড্রাইভারই যোগ করেনি, বরং আরও কিছু সুবিধা যুক্ত করেছে। যেমন, ওয়াই-ফাই ইজেড-প্লাগ (Wi-Fi EZ-Plug): এটি ওয়াই-ফাই অ্যান্টেনা সহজে সংযুক্ত করার জন্য একটি ইউনিফায়েড অ্যাডাপ্টার।

ইজেড-ল্যাচ (EZ-Latch) ডিজাইন: এর অত্যাধুনিক ডিজাইনের কারণে পিসিএলই (PCIe) কার্ড ও এম ডট টু (M.2) এসএসডি সহজে ইনস্টল ও খুলে ফেলা যায়।

ইজেড ডিভাগ জোন: মাদারবোর্ডে কোনো সমস্যা হলে সহজে কারণ খুঁজে বের করার ব্যবস্থা।

থার্মাল প্যাড:
মাদারবোর্ডে থার্মাল প্যাড থাকবে যা, এম ডট টু এসএসডি-এর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে। সূত্র: টমস হার্ডওয়্যার
image

আপনার মতামত দিন