নতুন ইউফোনি প্রযুক্তি: এখন এয়ারলাইন্সে ইয়ারফোন ছাড়াই অডিও উপভোগ করতে পারবেন যাত্রীরা

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিমান ভ্রমণের মূল উদ্দেশ্য যতই দ্রুত গন্তব্যে পৌঁছানো হোক না কেন, আধুনিক যাত্রীদের জন্য আরাম ও বিনোদনের গুরুত্বও কিছু কম নয়। আর সেই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ব্যবস্থা।

এখন আর মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর করতে হয় না-বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান উপভোগ করা যায় সহজেই। এমনকি অনেক বিমানে ব্লুটুথ হেডফোনও সরাসরি স্ক্রিনের সঙ্গে যুক্ত করা সম্ভব।

তবে এবার হেডফোনের ঝামেলাও যেন শেষ হয়ে যাচ্ছে।
জাপান এয়ারলাইন্স সম্প্রতি চালু করেছে এক অভিনব প্রযুক্তি-ইউফোনি (Euphony)। এটি এমন এক সিস্টেম, যেখানে হেডফোন বা ইয়ারফোন ছাড়াই যাত্রীরা অডিও উপভোগ করতে পারবেন। কীভাবে? প্রতিটি আসনের হেডরেস্টে (যেখানে আমরা মাথা এলিয়ে দিই) বসানো রয়েছে ডিরেকশনাল স্পিকার, যেখান থেকে সরাসরি যাত্রীর কানে পৌঁছে যায় ইনফ্লাইট বিনোদনের অডিও।

হেডফোন ছাড়াই স্পষ্ট অডিও?

হ্যাঁ, ইউফোনি প্রযুক্তিতে প্রতিটি হেডরেস্টের দুই পাশে বসানো হয়েছে ফরাসি বিলাসবহুল অডিও ব্র্যান্ড Devialet-এর তৈরি বিশেষ স্পিকার। এই স্পিকারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শব্দ নির্দিষ্ট যাত্রীর কানে পৌঁছায়-পাশের যাত্রী যেন বিরক্ত না হন। যাত্রীরা চাইলে স্পিকারগুলোর অবস্থান নিজে থেকেই সামঞ্জস্য করতে পারেন।

প্রযুক্তিটি বাস্তবায়ন করেছে Devialet ও Safran Seats-এর যৌথ উদ্যোগে। বর্তমানে এটি জাপান এয়ারলাইন্সের Airbus A350-1000 মডেলের বিজনেস ও ফার্স্ট ক্লাস কেবিনে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

পর্যালোচনায় কী জানা গেল?
ভ্রমণবিষয়ক ওয়েবসাইট The MileLion-এর এক রিভিউ অনুযায়ী, ইউফোনি প্রযুক্তি আশানুরূপ ফল দিচ্ছে। শব্দের গভীরতা বা বেস হয়তো হেডফোনের মতো নয়, কিন্তু দীর্ঘ সময় ব্যবহারের দিক থেকে এটি অনেক বেশি আরামদায়ক এবং ঝামেলামুক্ত।

এছাড়া আশপাশের যাত্রীদের বিরক্ত হওয়ার আশঙ্কাও খুবই কম, কারণ:

    >> বিজনেস ক্লাসের আসনগুলো আলাদা হওয়ায় শব্দের ছড়িয়ে পড়া কমে যায়

      >> বিমানের ইঞ্জিনের সাধারণ শব্দ স্পিকারের আওয়াজ ঢেকে দেয়

 এখনো পরীক্ষামূলক, কিন্তু সম্ভাবনাময়

জাপান এয়ারলাইন্স বলেছে, ইউফোনি প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে যাত্রীরা চাইলে এখনো সাধারণ হেডফোন বা নিজের ব্লুটুথ ইয়ারবাড ব্যবহার করতে পারেন। তবে এটি স্পষ্ট-এই প্রযুক্তি ভবিষ্যতের এয়ার ট্রাভেলকে আরও আরামদায়ক করে তুলবে, বিশেষ করে দীর্ঘ ভ্রমণের সময়। একদিকে যাত্রীর হাতে থাকবে স্বাধীনতা, অন্যদিকে থাকবে ঝামেলামুক্ত বিনোদন।
image

আপনার মতামত দিন