নতুন অনলাইন শপ কার্টআপে পাগলা মেতে মিলছে যেসব পণ্য

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
পাগলা মে শুরু হয়েছে বাংলাদেশের অনলাইন শপিং জগতের নতুন অনলাইন শপ কার্টআপ-এ।  আগামী ১৮ মে পর্যন্ত চলবে এই ‘May Madness’ প্রণোদনা।

এই অফারে সপ্তাহজুড়ে ফ্রি ডেলিভারি , টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচার দেবে ই-কমার্স প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, অন্যান্য সকল অনলাইন মার্কেটপ্লেসের চাইতে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারি দেবে তারা।  “মে ম্যাডনেস” ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সকল ধরণের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।

এ নিয়ে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। ‘May Madness’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।”   

কার্টআপ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,   Apex, Bata, Cudy, Lotto, MJL Bangladesh PLC, Natura Care, Q Cosmetics, Skin Cafe এবং UGreen সহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড ও তাদের নতুন কালেকশন ও অফার মিলবে এই ই-শপে। এছাড়াও কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট ও বিকাশ গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!   
image

আপনার মতামত দিন