‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোন জিতল ক্রেতা

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড ‘বিউটি বুথ’ থেকে পণ্য কিনে আইফোনসহ নানা পুরস্কার পেল ক্রেতারা। রমজান মাসে গ্রাহকদের ঈদকে রাঙিয়ে দিতে ব্যতিক্রমধর্মী র‍্যাফেল ড্র প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে বিউটি বুথ। প্রতিষ্ঠানটি র‍্যাফেল ড্র এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সর্বমোট ৪৫ জনকে বিজয়ী ঘোষণা করে।

রবিবার (১১ মে) এক অনুষ্ঠানের মাধ্যামে প্রতিষ্ঠানটি র‍্যাফেল ড্র'য়ে জেতা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। প্রথম পুরষ্কার আইফোন ১৬ প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরষ্কার এয়ার কন্ডিশনার ও তৃতীয় পুরষ্কার ডিজাইনার ব্যাগ। বাকিরা বিলাসবহুল পারফিউমসহ আরও অনেক পুরস্কার জিতে নেয়।  

অনুষ্ঠানে বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, “আমাদের গ্রাহকদের ঈদের আনন্দকে দিগুণ করতেই এমন আয়োজন। আমরা ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। এমন আয়োজন আগামীতেও চলমান থাকবে, যাতে করে গ্রাহক পণ্য কিনতে আরও বেশি আগ্রহী হয়।
 
প্রসাধনী ব্র্যান্ড বিউটি বুথ গেল কয়েক বছরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি জাপান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ানসহ বিভিন্ন বহুজাতিক নামকরা ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে।

বিস্তারিত জানতে যেতে হবে বিউটি বুথ ওয়েবসাইটের এই লিংকে
image

আপনার মতামত দিন