বাংলাদেশের প্রযুক্তি খাতে আরও এক আশাব্যঞ্জক খবর। ভোক্তা ব্র্যান্ডগুলোর জন্য এআইভিত্তিক গো-টু-মার্কেট অটোমেশন প্ল্যাটফর্ম মার্কোপোলো ডটএআই সফলভাবে তাদের সিড রাউন্ডে প্রায় ২২ কোটি টাকা (২০ লাখ মার্কিন ডলার) বিনিয়োগ পেয়েছে।
এই অর্থায়নে নেতৃত্ব দিয়েছে সৌদি আরবের জোয়া ক্যাপিটাল-যারা জিসিসি অঞ্চলের হাই গ্রোথ স্টার্টআপে বিনিয়োগের জন্য পরিচিত। পাশাপাশি অংশ নিয়েছে টিম ইগনাইট পার্টনারস ও একদল প্রভাবশালী ব্যক্তিগত বিনিয়োগকারী।
মার্কোপোলো ডটএআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এই বিনিয়োগ ব্যবহার করে আরও উন্নত এআই টুলস তৈরি, টিম এক্সপানশন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের স্টার্টআপ জগতে এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
২০২২ সালে প্রতিষ্ঠিত মার্কোপোলো ডটএআই প্রচলিত মার্কেটিং টুলকিট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সমন্বিত প্ল্যাটফর্মে রূপান্তর ঘটানোর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো এমন এআই এজেন্ট তৈরি করা, যারা বিপণন ও বিক্রয় দলের সঙ্গে একত্রে কাজ করে নিত্যদিনের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করবে এবং দলগুলোকে সাহায্য করে কৌশলগত দিকে মনোযোগ করবে।
এআই এজেন্টের মাধ্যমে ভোক্তা বাড়াতে সহায়তা প্রদানকারী মার্কোপোলো ডটএআই একটি মডিউলার এআই এজেন্ট স্যুট প্রদান করে, যা আধুনিক ভোক্তার জন্য নির্মিত। এর মধ্যে রয়েছে-
মার্ক: একটি মিডিয়া বাইং এজেন্ট, যা মেটা, গুগল, টিকটক ও ইয়াহু জাপানে প্রচারণা চালাতে পারে।
নাবিক: একটি পরিমাপযোগ্য এআই বিক্রয় এজেন্ট, যা এক লাখের বেশি পার্সোনালাইজড ক্রস চ্যানেল কনভারসেশনাল প্রচারণা বাস্তবায়ন করতে সক্ষম।
ডিপডাইভ: একটি রিয়েল টাইম সোশ্যাল লিসেনিং ও এনগেজমেন্ট ইঞ্জিন, যা ভোক্তাদের ডেটা বিশ্লেষণ করে কার্যকর আউটরিচ চালায়।
সৌদি আরবে মার্কোপোলো ডটএআই
মার্কোপোলো ডটএআই কৌশলগতভাবে সৌদি আরবে তাদের কার্যক্রম প্রসারিত করছে। ন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহায়তায় প্রতিষ্ঠানটি তাদের দপ্তর সৌদি আরবে স্থাপন করেছে। কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তাকাদাম কোহর্ট-৮ ২০২৫-এ নির্বাচিত হয়েছে, যেখানে মার্কোপোলো ডটএআই ১ লাখ ৪০ হাজার ডলারের অনুদান পেয়েছে। মার্কোপোলো ডটএআই লিপ ২০২৪-এ আয়োজিত এআই ওসিস হ্যাকাথনে বিজয়ী হয়েছে। এর আগে মার্কোপোলো ডটএআই অ্যাকসেলারেটিং এশিয়া, স্টার্টআপ বাংলাদেশে ও ডিআইভিসির বিনিয়োগ পেয়েছিল।
মার্কোপোলো ডটএআইয়ের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা তাসফিয়া তাসবিন বলেন, ‘আমরা শুধু সফটওয়্যার বানাচ্ছি না আমরা এমন এআই কর্মচারী তৈরি করছি, যারা আপনার শ্রেষ্ঠ বিপণন মস্তিষ্কের মতো চিন্তা করতে, কাজ করতে পারে। এই সিড রাউন্ড শুধু পুঁজি নয়; এটি আমাদের অঙ্গীকারের আওয়াজ।’
জোয়া ক্যাপিটালের প্রধান নির্বাহী ইউসুফ আলইউসেফি বলেন, ‘মার্কোপোলো ডটএআই এমন একটি কোম্পানি গড়ে তুলছে, যেটির খোঁজ আমরা করি। তাদের এআই-প্রথম প্ল্যাটফর্ম বিপণন ও বিক্রয়ের ভবিষ্যৎ নির্দেশ করে এবং বিভিন্ন বাজারে তাদের দ্রুত অগ্রগতি তাদের কার্যপদ্ধতির যথার্থতা প্রমাণ করে। আমরা তাদের বৈশ্বিক সম্প্রসারণে সহায়তা করতে পেরে গর্বিত এবং এই যাত্রাকে সৌদি আরবে কেন্দ্র করে এগিয়ে নিতে রোমাঞ্চিত, যেখানে উদ্ভাবন এবং এআই গ্রহণ দ্রুততর হচ্ছে।’
প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কোপোলো ডটএআই যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জাপান ও বাংলাদেশে নিবন্ধিত। বাংলাদেশের দুই উদ্যোক্তা তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত মোস্তফা প্রতিষ্ঠিত মার্কোপোলো ডটএআই ৪০টির বেশি দেশে তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। মার্কোপোলো ডটএআইয়ে এখন ৬০ জন কর্মী কাজ করছেন।
প্রসঙ্গত, বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ২০২৩ সালের এশিয়ার ৩০ অনুর্ধ্ব ৩০ (থার্টি আন্ডার থার্টি) তরুণের তালিকায় স্থান পেয়েছিলেন তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত মোস্তফা।