অনলাইন প্রতারণা ঠেকাতে গুগলের নতুন অস্ত্র: ক্রোমে এআই মডেল 'জেমিনি ন্যানো'

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইন্টারনেটে প্রতিদিন অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। কখনো ভুয়া টেক সাপোর্ট, কখনো আবার ফেক ওয়েবসাইট বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন-সতর্ক না থাকলে যেকোনো ব্যবহারকারী হয়ে যেতে পারেন প্রতারণার শিকার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় গুগল নিয়েছে নতুন এক উদ্যোগ। 

এবার তারা অনলাইন স্ক্যাম ঠেকাতে সরাসরি তাদের ওয়েব ব্রাউজার ক্রোমে যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই মডেল ‘Gemini Nano’।

জেমিনি ন্যানো কীভাবে কাজ করে?

গুগলের মতে, Gemini Nano এমন একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) যা জটিল ওয়েব কনটেন্ট বিশ্লেষণ করতে সক্ষম। এটি ব্রাউজারে ইনবিল্ট অবস্থায় কাজ করে এবং ঝুঁকিপূর্ণ বা সন্দেহজনক ওয়েবসাইটগুলোকে দ্রুত শনাক্ত করে।

বিশেষ করে যেসব ওয়েবসাইটে বিভ্রান্তিকর তথ্য থাকে বা যেগুলো প্রতারণামূলক উদ্দেশ্যে তৈরি, যেমন-ভুয়া টেক সাপোর্ট, কাস্টমার সার্ভিসের ছদ্মবেশে ফাঁদ পাতানো ইত্যাদি-সেগুলোর বিরুদ্ধে রিয়েল-টাইম সতর্কবার্তা পাঠাবে এই প্রযুক্তি।

 ক্রোমে কীভাবে সতর্ক করবে এআই?

গুগল জানিয়েছে, ব্রাউজারের অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল যদি কোনো স্ক্যাম বা সন্দেহজনক সাইটের নোটিফিকেশন শনাক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে একটি সতর্কবার্তা দেখানো হবে। ব্যবহারকারী চাইলে সেই সাইটের নোটিফিকেশন অ্যানসাবস্ক্রাইব করে দিতে পারবেন। আর যদি কেউ মনে করেন বার্তাটি ভুল এসেছে, তবে ইচ্ছামতো সেই সাইটের নোটিফিকেশন আবার চালুও করতে পারবেন।
 
স্ক্যাম কমানোর প্রভাব কেমন?

গুগলের দাবি অনুযায়ী:
    >> প্রতারণামূলক ওয়েবসাইট শনাক্তকরণে ২০ গুণ উন্নতি হয়েছে
    >> ভুয়া এয়ারলাইন কাস্টমার সার্ভিস সাইটের মতো স্ক্যামের হার কমেছে ৮০%
    >> প্রতিদিন সার্চ রেজাল্টে বিপুল পরিমাণ স্ক্যাম কনটেন্ট এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হচ্ছে।

 শুধু ক্রোমে নয়, আসছে অ্যান্ড্রয়েডেও

গুগলের পরিকল্পনা অনুসারে, ভবিষ্যতে এই প্রযুক্তি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেও যুক্ত করা হবে। এর ফলে শুধুমাত্র ডেস্কটপ নয়, মোবাইল ব্যবহারকারীরাও এই সুরক্ষা পাবেন।
 
অনলাইন প্রতারণার ধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একে প্রতিহত করতে দরকার স্মার্ট প্রযুক্তি। গুগলের ‘Gemini Nano’ সেই চাহিদা পূরণে একধাপ এগিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কথা বলার বা ছবি বানানোর কাজে নয়, সাইবার সুরক্ষা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
image

আপনার মতামত দিন