যেভাবে থ্রিডি প্রিন্টে তৈরি হচ্ছে বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু সফটওয়্যার বা কোডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়-এখন সেটা রোবটের হাত ধরে বাস্তব পৃথিবীতেও জায়গা করে নিচ্ছে। আর এ ভবিষ্যতের প্রযুক্তি যখন শিশুদের পাঠ্যসূচিতে জায়গা পায়, তখন বোঝা যায়, আমরা একটা নতুন যুগের দোরগোড়ায়।

থ্রিডি প্রিন্টে বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট
এআইভিত্তিক ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেস সম্প্রতি বাজারে এনেছে একটি চমকপ্রদ উদ্ভাবন: প্রোগ্রামেবল ও থ্রিডি-প্রিন্টযোগ্য রোবটিক আর্ম এসও-১০১। আগের মডেল এসও-১০০-এর আপগ্রেডেড এই ভার্সনটি কেবল কম খরচে তৈরি করা যায় তা-ই নয়, এটি নিজে নিজে কাজ শিখতেও সক্ষম।

‘দ্য রোবট স্টুডিও’-এর সঙ্গে অংশীদারিত্বে নির্মিত এই রোবটিক আর্মে রয়েছে ক্যামেরা ও সেন্সর, যা চারপাশ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এক প্রদর্শনীতে দেখা গেছে, এটি লেগো ব্লক চিহ্নিত করে তা নির্ধারিত স্থানে রাখতে পারছে-এটি কিন্তু রীতিমতো "শেখা ও করা"র বাস্তব রূপ। থ্রিডি প্রিন্টিংয়ের সুবিধায় এর যন্ত্রাংশ সহজে তৈরি ও কাস্টমাইজ করা যায়, ফলে খরচ কম এবং শিক্ষাবান্ধব একটি সমাধান পাওয়া গেছে।

মূল্যও তুলনামূলকভাবে সাশ্রয়ী: পার্টস আকারে রোবটটি পাওয়া যাবে ১০০ ডলারের মতো, আর সম্পূর্ণভাবে সংযোজিত রোবটের দাম পড়তে পারে ৫০০ ডলার। ইতিমধ্যে এটি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে, এবং ভবিষ্যতে এর কোড ওপেনসোর্স করার পরিকল্পনা রয়েছে-যা শৌখিন রোবটবিদদের জন্য বাড়তি সুযোগ এনে দেবে।

স্কুলেই শেখা হবে এআই: চীনের বিপ্লবী সিদ্ধান্ত

এদিকে চীন এক অভিনব উদ্যোগ নিয়েছে-দেশটির শিশুরা এখন প্রাথমিক বিদ্যালয় থেকেই শিখবে এআই! ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হচ্ছে এই কার্যক্রম, যেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।

প্রাথমিক ও মাধ্যমিকে এআই-এর মৌলিক ধারণা এবং ব্যবহার শেখানো হবে ব্যবহারিক পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকে গুরুত্ব দেওয়া হবে উদ্ভাবন ও বাস্তব জীবনে প্রয়োগের দিকে। বেইজিং পৌর শিক্ষা কমিশন জানিয়েছে, এই পাঠ্যক্রম তথ্য-প্রযুক্তি বা বিজ্ঞানের সঙ্গে একত্রে বা আলাদা কোর্স হিসেবেও চালানো হবে।

১৮৪টি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে চীন শুরু করেছে এই উদ্যোগ, এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং একে বলেছেন "ভবিষ্যতের শিক্ষা গঠনের স্বর্ণচাবি।"

প্রযুক্তির দুয়ারে নতুন প্রজন্ম

হাগিং ফেসের মত প্রতিষ্ঠান যখন ব্যক্তিগত পর্যায়ে বুদ্ধিমান রোবট তৈরি সহজ করে তুলছে, তখন চীনের মতো রাষ্ট্র জাতীয় পর্যায়ে সেই প্রযুক্তিকে শিশুদের হাতের নাগালে আনছে। একটি দিক থেকে আমরা দেখছি প্রযুক্তির democratization-অর্থাৎ সবার জন্য সহজলভ্য করা-আর অন্যদিকে এর institutionalization, যেখানে ভবিষ্যতের নির্মাতা তৈরি করা হচ্ছে আজ থেকেই।

এই দুই উদাহরণই দেখিয়ে দেয়, কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিকস এখন কল্পনা নয়-এগুলো আমাদের বাস্তব ও ভবিষ্যতের প্রাত্যহিক জীবনের অংশ হতে চলেছে।
image

আপনার মতামত দিন