ইন্টারনেটের ভবিষ্যৎ যেন হয় সবার জন্য-এ প্রত্যাশা নিয়েই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হলো আইক্যান এশিয়া-প্যাসিফিক ডিএনএস ফোরাম-২০২৫।
ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (ICANN) এবং ভিয়েতনাম ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (VNNIC)-এর যৌথ উদ্যোগে ও আয়োজনে ৮ মে শুরু হয় এই আয়োজন।
ওয়া দুই দিনের এ ফোরামে ডিএনএস প্রযুক্তি, নীতিমালা ও বৈশ্বিক সংযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞরা। শেষ হবে ৯ মে।
এবারের আয়োজনের প্রতিপাদ্য হিসেবে নেওয়া হয়েছে “একটি অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট: মানুষকে সংযুক্ত করা, আমাদের ভবিষ্যৎকে সক্ষম করা।”
ফোরামটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডোমেইন নাম শিল্পের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, প্রযুক্তি পেশাজীবী এবং ইন্টারনেট সংশ্লিষ্ট অংশীজনদের একত্রিত করে যেখানে ইন্টারনেটের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগুয়েন হং থাং, মহাপরিচালক, VNNIC, সামিরান গুপ্ত, ভাইস প্রেসিডেন্ট, ICANN, কার্টিস লিন্ডকভিস্ট, প্রেসিডেন্ট ও সিইও, ICANN।
উদ্বোধনী অনুষ্ঠানে আইকানের সিইও এবং প্রেসিডেন্ট কার্টিস লিন্ডকভিস্ট বলেন, আঞ্চলিক কণ্ঠস্বরের গুরুত্বকে অতিরঞ্জিত করা যাবে না। আপনার দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং ধারণা বিশ্বব্যাপী আলোচনাকে সমৃদ্ধ করে এবং আপনার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে যে ইন্টারনেট শক্তিশালী, প্রাসঙ্গিক এবং প্রতিক্রিয়াশীল থাকে।
তিনি সমবেত সকলকে সম্প্রদায়ের সদস্য, অংশীদার এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের এই প্ল্যাটফর্মটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য জোরালোভাবে উৎসাহিত করেন। সংলাপে গভীরভাবে জড়িত থাকুন, আপনার দক্ষতা অবদান রাখুন এবং বিশ্বব্যাপী ইন্টারনেটের ভবিষ্যতকে সম্মিলিতভাবে পরিচালনা করতে আমাদের সহায়তা করুন।