কোয়ান্টাম যুগে এক ধাপ এগিয়ে: সিসকোর নতুন নেটওয়ার্কিং চিপ ও গবেষণাগার

প্রকাশ: বুধবার, ০৭ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রযুক্তির প্রতিনিয়ত অগ্রগতির ধারায় এবার কোয়ান্টাম কম্পিউটিংয়ের দিকে এক বড় পদক্ষেপ নিলো সিসকো। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি নতুন নেটওয়ার্কিং চিপের প্রোটোটাইপ প্রদর্শন করেছে, যা কোয়ান্টাম কম্পিউটারগুলোকে একত্রে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে তৈরি।

একইসঙ্গে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি নতুন কোয়ান্টাম গবেষণাগারও চালু করেছে সিসকো, যা প্রতিষ্ঠানটির কোয়ান্টাম প্রযুক্তি বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে সিসকোর উদ্ভাবনী ইউনিট Outshift-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয় পাণ্ডে জানান, এই বিশেষ চিপটি আলোক কণার কোয়ান্টাম এনট্যাংলমেন্টের সাহায্যে কাজ করে। এটি এমন এক প্রক্রিয়া, যেখানে দুটি আলাদা কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান সম্ভব হয়, দূরত্ব যতোই হোক না কেন।

এই প্রযুক্তির বাস্তবিক প্রয়োগ ইতোমধ্যেই কল্পনা করা যাচ্ছে। যেমন,

    >> আর্থিক খাতে, বিশ্বজুড়ে সেকেন্ডের ভগ্নাংশে ঘটে যাওয়া লেনদেনগুলোর সময় নির্ভুল সমন্বয় সাধন

    >> জ্যোতির্বিজ্ঞানে, দূরবর্তী মহাজাগতিক বস্তু শনাক্তকরণ ও বিশ্লেষণ

যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিক উৎপাদনের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি, সিসকোর দাবি, এটি ভবিষ্যতের কোয়ান্টাম নেটওয়ার্ক গঠনের প্রথম ধাপ।

সিসকোর এই পদক্ষেপ কোয়ান্টাম কম্পিউটিংয়ের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। ভবিষ্যতে, যখন কোয়ান্টাম কম্পিউটারগুলো কার্যকরভাবে সংযুক্ত হয়ে কাজ করতে পারবে, তখন তথ্য আদান-প্রদানের গতিতে এবং নির্ভুলতায় বিপ্লব ঘটবে, যা প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা ও প্রতিরক্ষা খাতে অসাধারণ পরিবর্তন আনতে সক্ষম। সূত্র: রয়টার্স
image

আপনার মতামত দিন