সিসিটিভি ক্যামেরার জন্য দুই মডেলের শক্তিশালী অ্যাডাপ্টার আনল এফভিএল

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সময়ের অন্যতম অপরিহার্য প্রযুক্তি হলো সিসিটিভি ক্যামেরা। তবে কেবল উন্নতমানের ক্যামেরা থাকলেই যথেষ্ট নয়।দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে চাই উপযুক্ত পাওয়ার সাপ্লাই। এই চাহিদা পূরণে নির্ভরযোগ্য সমাধান হিসেবে স্থান করে নিয়েছে FVL-1225N BOX ADAPTER (12V 2.5A) এবং FVL-01 CCTV Adapter (12V 2A)। এগুলোর কার্যক্ষমতা ও স্থায়িত্ব ব্যবহারকারীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

>> আরও পড়ুন: বাজারে এলো সাশ্রয়ী মূল্যের এফভিএল রাউটার ও অনু স্ট্যান্ড

আপনার সিসিটিভি ক্যামেরার সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে হলে কেবল ভালো ক্যামেরা দিলেই চলবে না, তার সঙ্গে মানসম্পন্ন ও নির্ভরযোগ্য অ্যাডাপ্টার ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। FVL-1225N বক্স অ্যাডাপ্টার এবং FVL-01 অ্যাডাপ্টার হচ্ছে এমন একটি শক্তিশালী সল্যুশন, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি আপনার ডিভাইসকে বজ্রপাত ও বিদ্যুৎজনিত ঝুঁকি থেকেও রক্ষা করবে।
 
 কেনো বেছে নেবেন FVL-1225N বক্স অ্যাডাপ্টার ও FVL-01 সিসিটিভি অ্যাডাপ্টার? 

>> ডাবল সার্কিট সুরক্ষা: এই অ্যাডাপ্টারে রয়েছে উন্নত ডাবল সার্কিট প্রযুক্তি, যা অতিরিক্ত ভোল্টেজ বা শর্ট সার্কিটের সময়েও ক্যামেরাকে সুরক্ষিত রাখে।
>> সম্পূর্ণ নতুন পিসিবি ও কম্পোনেন্টস: অন্য সাধারণ অ্যাডাপ্টারের তুলনায় FVL-1225N ও FVL-01-এ ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির নতুন পিসিবি ও কম্পোনেন্টস, যা একে করে তুলেছে টেকসই ও নির্ভরযোগ্য।
>> বজ্রপাত প্রতিরোধী সার্কিট: বজ্রপাতজনিত দুর্ঘটনা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে বিল্ট-ইন সার্জ প্রটেকশন, যা আপনার সিসিটিভি ক্যামেরা ও অ্যাডাপ্টারকে বজ্রপাতের সময়েও নিরাপদ রাখে।
>> ওয়াটারপ্রুফ ডিজাইন: চাইলেই ব্যবহার করা যায় আউটডোর বা ইনডোর, বৃষ্টি, আর্দ্রতা বা ধুলাবালি থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
>> ১২V  ২A ও ২.৫A আসল ক্ষমতা: FVL-1225N  সত্যিকার অর্থে পূর্ণ ১২ ভোল্ট এবং ২.৫ অ্যাম্পিয়ার  এবং FVL-01 সত্যিকার অর্থে পূর্ণ ১২ ভোল্ট এবং ২ অ্যাম্পিয়ার   সাপ্লাই দেয়, যা উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরার জন্য যথেষ্ট এবং দীর্ঘ দূরত্বেও কার্যকরভাবে কাজ করে।
>>উন্নত মানের ABS বক্স শেল: FVL-এর বক্সটি তৈরি হয়েছে উন্নত ABS পাউডার দিয়ে, যা একে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তুলেছে।


 
ফেমাস ভিশন লিমিটেড জানিয়েছে, বাজারের অন্যান্য বক্স অ্যাডাপ্টারের তুলনায় FVL-1225N এবং FVL-01 অর্জন করেছে সর্বোচ্চ রিভিউ ও সন্তুষ্টি। এর কার্যকারিতা, মান এবং সুরক্ষার দিক থেকে নিরাপত্তা খাতে কাজ করা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারকারীদের মধ্যে এটি এখন অন্যতম সেরা পছন্দ হয়ে উঠেছে।
 
আপনি যদি খুঁজছেন একটি শক্তিশালী, সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী ক্যামেরা অ্যাডাপ্টার, তাহলে FVL-1225N ও FVL-01 -ই হতে পারে আপনার পরবর্তী সেরা সিদ্ধান্ত।

ফেমাস ভিশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি অ্যাডাপ্টার-ই পাইকারি মূল্যে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। যারা অফার প্রাইস ও বিস্তারিত জানতে  চান তাদের যেতে হবে ফেসবুকের এই লিংকে। আর ওয়েবসাইটের এই ঠিকানায়। মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এই ০১৯৪৪৪৪৩৬৬১ নম্বরে। এছাড়াও ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ ৫৩/এ, নিউ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফেমাস ভিশন লিমিটেডের শোরুম থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে।

image

আপনার মতামত দিন