ভিভো ভি৫০ লাইট: পেশাদার ফটোগ্রাফির ফোন!

প্রকাশ: রবিবার, ০৪ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ভিভো ভি৫০ লাইট। স্মার্টফোনটিতে আছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের প্রফেশনাল ক্যমেরা। এর সামনে আছে ৩২ এবং পেছনে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

নির্মাতাদের দাবি, এতে থাকা সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট প্রযুক্তি থাকায় কম আলোতেও দিন-রাত সব সময়ই ফোনটির ক্যামেরায় ছবি হবে ঝকঝকে এবং ডিটেইল। এমনকি রাতের অন্ধকারেও নিখুঁত ছবি তুলতে সক্ষম ফোনটি। স্মার্ট বিউটি অ্যালগরিদম এবং হাই-রেজুলিউশন ক্যাপচার প্রযুক্তির ফলে সেলফিতে ধরা পড়ে নিখুঁত ত্বকের টোন, বাস্তব রঙ ও প্রাকৃতিক আলো।

রবিবার (৪ মে) ফোন নিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনটির পোর্ট্রেট মোড সোনালী আলোয় ঝলমলে সূর্যাস্ত বা শহরের আলোয় স্নিগ্ধ মুহূর্ত ক্যাপচার করে একদম প্রাকৃতিকভাবে। দূর থেকে একটি ক্যান্ডিড শট কিংবা কাছ থেকে সঠিকভাবে ফ্রেম করা ক্লোজ-আপ, সব ছবিতেই দিচ্ছে প্রাকৃতিক টেক্সচার। এর এআই ইমেজ স্টুডিওতে রয়েছে এআই ইরেজ ২.০ ফিচার। যা এক টাচেই মুছে দেয় অপ্রয়োজনীয় ফটোবম্বার এবং অন্যান্য ডিসট্রাকশন।
image

আপনার মতামত দিন