তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫

প্রকাশ: রবিবার, ০৪ মে, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস। কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। এতে তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সল্যুশন উপস্থাপন করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ইভেন্টের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে । প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৫ লক্ষ টাকা। এছাড়াও সব বিজয়ীরা পাবেন সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন।

সোমবার (৫ মে) রাজধানীতে রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।এ সময় বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক।

অনুষ্ঠানে জানানো হয়, বিডিঅ্যাপস রবি আজিয়াটার একটি ডিজিটাল উদ্যোগ। তারা এখন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। যা স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপায়িত করার জন্য টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, ‘এই উদ্যোগ তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। আশা করছি এই ধরনের আয়োজন আমাদের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও বেগবান করতে সহায়ক হবে।’

শিহাব আহমাদ বলেন, ‘বিডিঅ্যাপসের প্রতিশ্রুতি হচ্ছে উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা। এই প্ল্যাটফর্মে তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে সমস্যা সমাধানের ডিজিটাল আইডিয়া উপস্থাপন করতে পারবেন।’
image

আপনার মতামত দিন