উইন্ডোজ ডেস্কটপেও আসছে মাইক্রোসফট কোপাইলট 

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

উইন্ডোজ কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভিজ্ঞতাকে আরও সবার নাগালের মধ্যে আনতে বড় ধরনের পরিবর্তন আনছে মাইক্রোসফট। চলতি বছরের শেষ নাগাদ ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরাও মাইক্রোসফটের নিজস্ব এআই চ্যাটবট ‘কোপাইলট’-এর সুবিধা পাবেন বলে জানা গেছে। এখন পর্যন্ত এই কোপাইলট শুধু নির্দিষ্ট কিছু ল্যাপটপেই ব্যবহারের সুযোগ মিলছে।

উইন্ডোজ ১১-কে এগিয়ে নিতে এআই উদ্যোগ
বিশেষজ্ঞদের মতে, উইন্ডোজ ১০-এর কারিগরি সহায়তা আগামী অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে। ফলে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১-তে রূপান্তরিত করতে সফটওয়্যার এবং হার্ডওয়্যারে আধুনিকীকরণের পথে হাঁটছে মাইক্রোসফট। কোপাইলট চ্যাটবট যুক্ত করা হচ্ছে এই রূপান্তর নীতির অংশ হিসেবেই।

বর্তমানে বাজারে কোপাইলট সমর্থিত কিছু ল্যাপটপ পাওয়া যাচ্ছে, যেগুলোতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের Snapdragon X এবং এএমডির উন্নত চিপসেট। তবে এগুলোর দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক ব্যবহারকারীর পক্ষে সেগুলো কেনা কঠিন। ডেস্কটপ কম্পিউটারেও কোপাইলট যুক্ত হলে তুলনামূলক কম খরচে এই সুবিধা পাওয়া সম্ভব হবে।

ইন্টেলের নতুন প্রসেসর নিয়ে আশাবাদ
মাইক্রোসফটের এই উদ্যোগ সফল করতে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এনপিইউ (Neural Processing Unit)-যুক্ত কিছু প্রসেসর বাজারে এনেছে। তবে বর্তমান এনপিইউগুলো কোপাইলট চালানোর মতো শক্তিশালী নয়।

এই সীমাবদ্ধতা দূর করতে ইন্টেল 'অ্যারো লেক' নামের পরবর্তী প্রজন্মের প্রসেসর তৈরির কাজ করছে, যাতে থাকবে আরও উন্নত এনপিইউ। নতুন এই চিপসেট বাজারে এলে ডেস্কটপেও মাইক্রোসফট কোপাইলট চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

ভবিষ্যতের দিকনির্দেশনা
মাইক্রোসফট ইতিমধ্যে কোপাইলটকে তাদের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত পণ্য হিসেবে ঘোষণা করেছে। বিভিন্ন প্রযুক্তি সম্মেলন ও ইভেন্টে তারা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছে। তবে এখন পর্যন্ত কোপাইলটচালিত ল্যাপটপগুলো সব ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে ডেস্কটপ কম্পিউটারে কোপাইলট চালুর সিদ্ধান্ত মাইক্রোসফটের কৌশলগত এক পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে আরও গণমুখী ও সাশ্রয়ী করে তুলবে। পাশাপাশি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আধুনিক ও ভবিষ্যতপ্রস্তুত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: নিউজ১৮, পিসি ম্যাগ

image

আপনার মতামত দিন