বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’

প্রকাশ: মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

উদ্যোক্তা চেতনার বিকাশ ও সহযোগিতার মঞ্চ হিসেবে প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করল ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। এ গৌরবময় পরিক্রমার আনন্দ ভাগ করে নিতে সদস্যরা একত্রিত হন কল্যাণপুরের রেস্টুরেন্ট ‘কাচ্চি মাশাআল্লাহ’-তে, যেখানে উদযাপনের পাশাপাশি ছিল কৃতজ্ঞতা, কৃতিত্বের স্মরণ ও আগামী দিনের পথচলার নতুন প্রত্যয়।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আড়ম্বরতায় উদ্যোক্তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙ-এর কর্ণধার ও উদ্যোক্তা ভূমির সভাপতি বিপ্লব সাহাসহ মিডিয়া অঙ্গনের জনপ্রিয় মডেল ও তারকারা।

‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র সদস্যরা সবাই একসাথে হয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে আনন্দমুখর পরিবেশে হাসি, ঠাট্টা, গান আর স্মৃতিচারণের মাধ্যমে স্মরণীয় করে তুলেন।

আমাদের বুটিক শিল্পের মতো সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর থেকে এত বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্ট্রীয় কোনো পৃষ্টপোষকতা নেই এখানে। সব দায় যেন উদ্যোক্তাদের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভূত করার নেশায় মত্ত তারা।

আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই বিশ্বরঙের কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ২৯ জুন ২০২৪ সালে পথ চলা শুরু করে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। পথ চলতে চলতে ৩৬৪ দিন অতিক্রম করে উদ্যোক্তা ভূমি ২৯ জুন ২০২৫ সালে এক বছর পূর্ণ করল।

image

আপনার মতামত দিন