বাংলাদেশের বাজারে দুটি নতুন মডেলের ওয়াশিং মেশিন এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। ইকো বাবল প্রযুক্তিনির্ভর এই ওয়াশিং মেশিনগুলোর মডেল যথাক্রমে WA95CG ও WW90DG, যেগুলোর ধারণক্ষমতা ৯ কেজি এবং ৯.৫ কেজি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাড়ে ৯ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনটিতে ইকো বাবলের পাশাপাশি ডুয়েল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে প্রযুক্তি রয়েছে। এর ফলে দ্রুত পরিষ্কারের পাশাপাশি কাপড়ের মানও ভালো থাকে। অপর দিকে ৯ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর হওয়ায় পানি ও বিদ্যুৎ উভয়ই কম খরচ হয়। ওয়াশিং মেশিন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৫০ হাজার ৯০০ টাকা ও ৯২ হাজার ৯০০ টাকা।
নতুন স্মার্ট ওয়াশিং মেশিনগুলোর বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের বিশ্বাস, সাড়ে ৯ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার ওয়াশিং মেশিনগুলো ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসব।’